January 14, 2025, 1:00 am

মাদারীপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন যুবক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

মীর ইমরান- মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার আসমত আলী খান টোল প্লাজার সামনে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
মঙ্গলবার (২৮ ফ্রেব্রুয়ারি ) রাত ১০টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ছিলারচরের মোঃ রিফাত বালি (১৯) ও মোঃ মারুফ সরদার(৩০)।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায় মঙ্গলবার রাত ১০টার দিকে রিফাত ও মারুফ মোটরসাইকেলে যোগে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। মাদারীপুর- শরিয়তপুর মহা সড়কের পখিরা এলাকার আসমত আলী খান টোল প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই জন নসিমনে সঙ্গে ঝুলে যান। এই অবস্থায়ও নসিমনটি চলতে থাকে। এতে সড়কের সঙ্গে ঘর্ষণে তাদের শরীর আঘাত প্রাপ্ত হয়ে একজনের শরীর থেকে পা বিছিন্ন হয়ে যায়।

মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার নূর মোহাম্মদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। এর কিছুটা দূরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে লাশ ও মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুই জনের পকেটে থাকা মোবাইল ফোন অনুসন্ধান করে পরিচয় শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। ঘাতক নসিমনের চালক পালিয়ে গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইস এম সালাউদ্দীন জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category