কুমিল্লার লাকসামে মরহুম আবুল খায়ের স্মৃতি স্বরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন ভাকড্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ হারুন রশিদের সভাপতিত্বে ও আবুল খায়ের সৃতি সংসদের আহবায়ক ডা: মশিহুর রহমান মনিরের আয়োজনে এবং মাষ্টার এমরান হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি মোঃ মনির উদ্দিন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ইন্টারটেইমেন্ট মিডিয়া ডিজিএম ইনামুল করিম, রাজনীতিবিদ ও সমাজসেবক মোশাররফ হোসেন মুশু,খোরশেদ আলম,মিজানুর রহমান, রাজু আহমেদ, আবদুল্লাহ আল মামুন,হোসাইন আলম রিমন, মোরশেদ আলম,সাংবাদিক এম.এ মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ডাক্তার আবুল হোসেন, শাহজাহান ভেন্ডার, ডাক্তার আবুল খায়ের, সরোয়ার আলম, তাজুল ইসলাম,ওমর ফারুক, খোরশেদ আলম, আবুল খায়ের, দুলাল হাবিব, হাজী শহীদুল্লাহ প্রমুখ।
পরে অতিথিদেরকে মরহুম আবুল খায়ের সৃতি স্বরণ ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজকেরা জানিয়েছেন,মরহুম আবুল খায়ের সৃতি স্মরণে প্রতি বছরই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। জানা গেছে, এ বছর উপজেলার ১৬টি দল খেলায় অংশ নিয়েছেন। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পয়েন্ট পদ্ধতিতে এবং কোয়ার্টার ফাইনালের পরে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের চূড়ান্ত ফলাফল নির্ধারিত করা হয়। মরহুম আবুল খায়ের তাহার স্মরণে অনুষ্ঠিত এ ফাইনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল মুদাফরগঞ্জকে ফ্রিজ ও রানার্সআপ দল ইরুয়াইনকে এলইডি টিভি পুরস্কার প্রধান করা হয়।
Leave a Reply