September 20, 2024, 11:51 pm

ফেনীতে সেই পাঁচ তরুণের পাশে ডা. জুবাইদা রহমান

ফেনী প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, আগস্ট ২৮, ২০২৪
ফেনীতে সেই পাঁচ তরুণের পাশে ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

বন্যাকবলিত ফেনীতে খাবারের খোঁজে থাকা সেই পাঁচ তরুণের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ আগস্ট) মহিপাল শহরের ট্রাংক রোডের ওই পাঁচ তরুণকে খুঁজে বের করে ডা. জুবাইদার পক্ষ থেকে তাদের ত্রাণ সামগ্রী দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সেল।

সোমবার (২৬ আগস্ট) পত্রিকা ও অনলাইনসহ কয়েকটি গণমাধ্যমে ‘এত খুঁজলাম কেউ খাবার দিল না’- শিরোনামে খবর প্রকাশিত হয়। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবেদনটি পড়েন লন্ডনে থাকা ডা. জুবাইদা রহমান। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন ফেনীর মহিপালের ওই অভুক্ত পাঁচ তরুণকে খুঁজে বের করার। ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় তাদের খুঁজে বের করে তাৎক্ষণিকভাবে খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি তাদের পরিবারের জন্য অতিরিক্ত ত্রাণসামগ্রী দেয় সেলের একটি প্রতিনিধি দল।

সেলের পক্ষ থেকে আরও জানানো হয়, মহিপালে খাবারের খোঁজে বেরিয়ে পড়া আবদুল আল আজাদের বাড়ি বালিগাঁওয়ের সুন্দরপুরে। ওই গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন, শেখ রাহাত, সিফাত হোসেন ও আবদুর রহমান- কেউ চাকরিজীবী, কেউ শিক্ষার্থী। তারা ঘরবাড়ি ডুবে যাওয়ায় পরিবারের অন্যদের নিয়ে আশ্রয়কেন্দ্রে ওঠেন।

আজাদ গণমাধ্যমকে জানান, তাদের গ্রামে পানি অনেক বেশি ছিল। আশ্রয়কেন্দ্র থেকে কেউ বের হতে পারেননি। ত্রাণ নিয়েও কেউ যায়নি সেখানে। গতকাল (সোমবার) পানি কমে যাওয়ার পর খাবার খুঁজতে তারা বের হন। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের পক্ষ থেকে জানানো হয়, ফেনী সদর উপজেলার বালিগাঁও থেকে পাঁচজনের একটা দল ত্রাণের জন্য মহিপাল শহরে বসে ছিল। ত্রাণবাহী ট্রাক এলে তারা হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু তিন ঘণ্টা চেষ্টা করেও লাভ হয়নি। কোনো ট্রাকই থামেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category