কুমিল্লায় সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে যাত্রা শুরু করে wits international sehool.
শত শত শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতে এই প্রথম ইংলিশ মিডিয়াম স্কুলে যাত্রা শুরু করে wits international sehool. মনোরম পরিবেশে নানুয়া দিঘীর পশ্চিম পাড়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি । শনিবার সকালে হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি উইচ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান অধ্যাপক মহিব উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা.জাহাঙ্গীর আলম মজুমদার,
অনুষ্ঠানটি ডিরেক্টর এডমিন এন্ড কো- অডিনেশন অধ্যাপক খালেদ হোসেন মজুমদার ও সুমাইয়া বিনতে কাসেমের যৌথ সঞ্চালনায় ইসলামিক স্কুলিং বিভাগের প্রধান হাফেজ মাওলানা আবুল হাসানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়ে স্বাগত বক্তব্য রাখেন উইচস ইন্টারন্যাশনাল স্কুলের ইনচার্জ মৌসুমী কবির,উইচস ইন্টারন্যাশনাল স্কুলের এডভাইজর (একাডেমিক ফিন্যান্স এন্ড এইচ আর এম) এস এ রিফাত জিয়া,
অভিভাবক সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার এইচআর হামিদ, ডঃ কামরুল হাসান নাহিদ, সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, মিঠু দেবনাথ,
উপদেষ্টা মন্ডলীর মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএল সির,সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো:মোজাম্মেল হক মুরাদ, কামরুজ্জামান,হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন,অধ্যাপক মামুনুর রশিদ,
এবছর স্কুলটিতে প্লে থেকে স্ট্যান্ডাড চতুর্থ শ্রেনী পযন্ত প্রায় ২ শতাধিক ছাত্র ছাত্রী ভতির মাধ্যমে প্রথম যাথা শুরু করে। এই সময় সকল ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন উইচস ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষক শিক্ষীক্ষা বৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিষ্ঠানের উত্তরতর সাফল্য কামনা করেন, সু শিক্ষায় জাতীকে এগিয়ে নিতে এই প্রতিষ্ঠানটি ভুমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।পরে উইচস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যানের সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply