December 6, 2024, 10:58 pm

আগৈলঝাড়ায় যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী,কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাবের আহ্বায়ক সরদার হারুন রানার সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন,পবিত্র গিতা পাঠ করেন প্রবীর বিশ্বাস ননি, স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রব। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ,সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এম আজাদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক যুগ্ম সম্পাদক ওমর আলী সানি, আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোল্লা আসাদুজ্জামান সবুজ, সাংবাদিক শাকিব খান, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাসগুপ্ত। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category