December 27, 2024, 12:09 am

তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফয়েজ আহমদ
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত হলো ৩য় বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪

১১ ডিসেম্বর মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটি দারুণ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদরাসার বিভিন্ন শ্রেণির প্রতিযোগীরা, যারা নিজেদের কুরআন মুখস্থের দক্ষতা প্রদর্শন করেন।

সৈয়দা তাহিরুননেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপি এই প্রতিযোগিতা কার্যক্রম চলে। প্রতিযোগিতায় ৪টি গ্রুপে জেলার ১৭টি হাফিজিয়া মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করে ১২ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

১১ ডিসেম্বর বিকেলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে.এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ,লেখক ও গবেষক মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী ,মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ।

উপস্থিত ছিলেন, যুক্ত রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আব্দুল বারি, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক তারেক উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক নজরুল ইসলাম আহাদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মো: শাজাহান মিয়া, মু.ইমাদ উদ দীন, মাহবুর রহমান রাহেল, সৈয়দ মমশাদ আহমদ,শাহ মাছুম ফারুকী, বিসমিল্লাহ ইউকে চ্যারিটি প্রতিষ্ঠাতা সভাপতি ফয়ছল আহমদ আখন্দ।

প্রতিযোগিতায় ক বিভাগে (৩০ পারা) ১ম হন হাফেজ মো: ইমাদ উদ্দীন,২য় হন আনিস ইসলাম সাজিম,৩য় হন মো: সাদিক আহমদ। খ বিভাগে (২০ পারা) ১ম হাফেজ মো: আরাফাত ইসলাম,২য় হাফেজ মো: সিয়াম খান,৩য় মো: অলিউর রহমান। গ বিভাগে (১০ পারা) ১ম হাফেজ মাসুম আহমদ, ২য় হাফেজ মো: শাহ নেওয়াজ,৩য় হাফেজ  মো: মঈন উদ্দিন আহমদ মুনতিক। ঘ বিভাগে (৫ পারা) ১ম হাফেজ সাব্বির আহমদ, ২য় মো: অলিউর রহমান, ৩য় রিহাবুল ইসলাম জুনাইদ। পরে অতিথিরা বিজয়ী প্রতিযোগি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট,সনদ ও নগদ অর্থ তুলে দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এ ধরনের প্রতিযোগিতা আমাদের নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধের প্রতি অনুপ্রাণিত করবে এবং কুরআন শিক্ষার প্রতি তাদের উৎসাহ জাগ্রত করবে।” তিনি ফাউন্ডেশনের এ ধরনের মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য কুরআনের আলোকে সমাজের উন্নয়ন এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা।”

অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category