ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল Logo রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ ভবিষ্যতের পথে এক উদ্যোগ Logo জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল Logo একজন মানবিক ডাক্তার জাবের আহমদ Logo ৪৪তম বিসিএসে দেশসেরা পুলিশ ক্যাডার জুড়ীর শরীফ খান Logo দেখতে দেখতে চোখের আড়ালই হয়ে গেল রাণী মাছ! Logo আশেকানে শাহ মোস্তফা গ্রুপের পক্ষ থেকে গাউসিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ছাতা বিতরণ। Logo মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানালো কাতার Logo কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা Logo শেরপুর ৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ : আটক – ৩

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি: নিরাপত্তা হুমকিতে এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / ১৮৭৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর এলাকায় বিএনপি নেতা আরিফ সরকারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে কাশিমপুরের নামাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পরিকল্পিতভাবে বাড়িতে হামলা চালায়। বাড়ির দরজা ভেঙে তারা প্রবেশ করে বিএনপি নেতা আরিফ সরকারকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার স্ত্রীকে বেঁধে ফেলে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে দ্রুত স্থান ত্যাগ করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো ডাকাত দল চিহ্নিত না হলেও অপরাধীদের খুঁজে বের করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

এই ধরনের সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অপরাধীদের সতর্ক করে বলা হয়েছে, দেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।এ ঘটনা এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, একটি শান্তিপূর্ণ এলাকায় এ ধরনের ঘটনা পূর্বপরিকল্পিত এবং অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ। এ অবস্থায় এলাকায় সিসিটিভি স্থাপন, রাত্রিকালীন নিরাপত্তা টহল বৃদ্ধি, এবং স্থানীয় জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

দেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো অপরিচিত বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে তা দ্রুত স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিজ নিজ বাড়িতে পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।অপরাধীরা যতই শক্তিশালী হোক, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তাদের শাস্তি নিশ্চিত করা সম্ভব। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সকলে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি: নিরাপত্তা হুমকিতে এলাকাবাসী

আপডেট সময় : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের কাশিমপুর এলাকায় বিএনপি নেতা আরিফ সরকারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে কাশিমপুরের নামাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পরিকল্পিতভাবে বাড়িতে হামলা চালায়। বাড়ির দরজা ভেঙে তারা প্রবেশ করে বিএনপি নেতা আরিফ সরকারকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার স্ত্রীকে বেঁধে ফেলে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে দ্রুত স্থান ত্যাগ করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো ডাকাত দল চিহ্নিত না হলেও অপরাধীদের খুঁজে বের করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

এই ধরনের সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অপরাধীদের সতর্ক করে বলা হয়েছে, দেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।এ ঘটনা এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, একটি শান্তিপূর্ণ এলাকায় এ ধরনের ঘটনা পূর্বপরিকল্পিত এবং অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ। এ অবস্থায় এলাকায় সিসিটিভি স্থাপন, রাত্রিকালীন নিরাপত্তা টহল বৃদ্ধি, এবং স্থানীয় জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

দেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো অপরিচিত বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে তা দ্রুত স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিজ নিজ বাড়িতে পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।অপরাধীরা যতই শক্তিশালী হোক, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তাদের শাস্তি নিশ্চিত করা সম্ভব। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সকলে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।