আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
এবারের নির্বাচন কষ্টি পাথরে যাচাই করা বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ৮ জানুয়ারী (সোমবার) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ মধুপুর উপজেলা শাখার বিজয় সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডাভোকেট ইয়াকুব আলী, মধুপুর পৌসরভার মেয়র ও মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিদ্দিক হোসেন খাঁন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য ও মধুপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, মধুপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মধুপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ আহমেদ নাছির, মধুপুর উপজেলা যুবলীগের আহবায়ক আলমগীর হোসেন শিমুল, পৌর যুবলীগের আহবায়ক শিমুল মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজিব সহ মধুপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মন্ত্রী এসময় তাকে বারবার অত্র আসন থেকে নির্বাচিত করার জন্য মধুপুর ও ধনবাড়ি মানুষের ভূয়সী প্রশংসা করেন। এসময় তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply