আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় কক্সবাজারের রামু বিজিবি ৩০ ব্যাটালিয়ন এর পক্ষ থেকে মহড়া জোরদার করা হয়েছে।
নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার,
রামু বিজিবি ৩০ ব্যাটালিয়ন ২৯ শে ডিসেম্বর সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। রামু চৌমুহনী চত্বরে বিভিন্ন পয়েন্ট ও রামু অফিসের চর ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র গুলো পরিদর্শন কালে বলেন -জাতীয় সংসদ নির্বাচনে কেহ নাসকতা কিংবা নির্বাচনের সময় ধ্বংসাত্মাক এবং নিবার্চন বিরুদ্ধী কার্যক্রম করতে না পারেন সেজন্য বিশেষভাবে নজর রাখা হবে বলে জানান, রামু বিজেপি শহর ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শাহ আলম ও বিজিবি শামসুল আলম।
Leave a Reply