November 4, 2024, 4:51 pm

সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহার করলেন ঝালকাঠি -১ আসনের মনিরুজ্জামান

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩

সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহার করলেন ঝালকাঠি -১ আসনের শাহজাহান ওমরের প্রতিদ্বন্দন্দ্বি মনিরুজ্জামান

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত আলোচিত প্রার্থী ব্যরিষ্টার মুহম্মদ শাহজাহান ওমরের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এম মনিরুজ্জামান তার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দ্বারানোর ঘোষনা দিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪ টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মনির এই ঘোষনা দেন। এসময় মনিরের সাথে রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট খায়রুল আলম সরফরাজসহ দলীয় নেতাকর্মী অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, কারো চাপে নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনেনিয়ে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আর তাই আমি আমার নিজের প্রার্থীতা থেকে সরে দাড়ালাম।

এর আগে গত ১৮ ডিসেম্বর এক সভায় শাহজাহান ওমরের পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নেয় রাজাপুর উপজেলা আওয়ামী লীগ। এ আসনে আওয়ামীলীগের শক্ত প্রার্থী ঈগল প্রতীকের মনিরুজ্জামানকে বিজয়ী করার লক্ষে সভায় সিদ্ধান্ত গ্রহন করে রেজুলেশন করা হয়। এই খবর গনমাধ্যমে প্রচার হওয়ার একদিন পর ২০ ডিসেম্বর রাতে রাজাপুর কাঠালিয়া দুই উপজেলা আওয়ামী লীগের সাথে শাহজাহান ওমরের দ্বন্দ্ব মেটাতে বরিশালে সমঝোথা বৈঠক করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

ঐ বৈঠকের পর দলীয় নেতৃবৃন্দ শাহজাহান ওমরের পক্ষে ভোট চাইতে নামেন। ঐ বৈঠকের ৫ দিন পর ২৬ ডিসেম্বর নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান।

এইচ এম নাসির উদ্দিন

ঝালকাঠি প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category