কবিতা পিঁয়াজ আপুর বিয়ে
লেখক:- নবাবজাদা
পিঁয়াজ আপুর বিয়ে হবে,,????
সয়াবিন তেলের সাথে,,,????
লবন ভাই ঘটকালি করে,,,????
চৈত্র মাসের রাতে,,,,????
রসুন ভাই দৌরে গিয়ে ,,,????
দাওয়াত দিয়ে আসে,,,????
পরিমনি দাওয়াত পেয়ে,,,????
খিল খিলাইয়া হাসে ,,,????
চাল আসে ডালের সাথে,,????
সঙ্গে মিষ্টির হাড়ি,,,,????
আনন্দে তাই আদা ভাইয়ের ????
সুভাস ছরা ছরি,,,,????
মরিচ ভাই তবলা বাজায়,,,????️
জিরায় ধরে টান,,,????
সরিষা তেল সানাই বাজায় ????
মশায় করে গান????
দাওয়াত না পেয়ে তেলাপোকা ,,
মুখ করেছে ভার????
এই বিয়েতে গয়না দিবে ????
ইচ্ছে ছিলো তার????
Leave a Reply