মো: আকাশ ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি,দুর্গাপুর
স্থানীয় অনুসন্ধান ও উপস্থিত স্থানীয় ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অদ্য ৭ ফেব্রুয়ারি দুপুর অনুমানিক ১২ টার দিকে, ভিকটিম মোছাঃ কবিতা খাতুন (১৫) একজন নবম শ্রেণীর ছাত্রী।
সে উক্ত স্কুলের বিজ্ঞানের শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাকের কাছে প্রাইভেট পড়তো। কিন্তু কিছুদিন পূর্বে হইতে সে আর উক্ত শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে না। উপরে উল্লেখিত বিষয়কে কেন্দ্র করিয়া শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক উক্ত ছাত্রীকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দ্বারা ডান হাতের বাহুতে সজোরে আঘাত করিলে উক্ত ভিকটিমের ডান হাতের বাহুতে কালো শিরাপরা জখম হয়। এবং স্থানীয় ছাত্র-ছাত্রী ভিকটিমকে উদ্ধার করে ভিকটিমের মা,কে সংবাদ দিলে ভিকটিমের মা ভিকটিমকে নিয়ে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এসে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে ভিকটিম দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে।
উল্লেখ্য যে উক্ত ঘটনার পর হইতে পাঁচবারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তেজনা বিরাজ করিতেছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ও বিট অফিসার এসআই নাসির উদ্দিন অবগত আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply