January 3, 2025, 1:12 am

নন্দীগ্রামে হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪

শেখ ফরিদ স্টাফ রিপোটার

বগুড়ার নন্দীগ্রামে হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৬ জানুয়রি বেলা১১টায়, নন্দীগ্রাম হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ-ডে তে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্বাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর জামান রাসেল, নন্দীগ্রাম শিল্প বণিক সমিতির সভাপতি এ,কেএম ফজলুল হক কাসেম। এ সময় আরও বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আইল পুনিয়া দরবার শরীফ ঈদগাহ মাঠের ইমাম আলহাজ্ব মো. আইয়ুব আলী।

আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন উপস্থিত ছিলেন।

উপস্থিত যানবাহনের চালকরা হাইওয়ে পুলিশ সুপারের কাছে মহাসড়কে ত্রি-হুইলার চালানোর জন্য দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category