ইবনুল হাসান রায়হানঃ
বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন এর সঞ্চালনায় এবং মনোহরগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
এই সময় প্রধান বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জে বিএনপির হাজার হাজার কর্মীকে মামলা হামলা করে আওয়ামী সরকারের নির্যাতন করার পরেও সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে কেন মামলা করা হয়নি।
এই সময় প্রধান অতিথি বলেন, বিএনপি ক্ষমা করতে জানে, বিএনপি কখনো প্রতি হিংসার রাজনীতি করে না। সারাদেশে কমবেশি বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ অনেক নির্যাতিত হয়েছে, তবে তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছে এই লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার বিএনপি নেতৃবৃন্দ। এই লাকসামে আরও দুজন নেতা গুম হয়েছে, হিরু – হুমায়ুন। বিএনপি ক্ষমা করতে জানে, বিএনপি কখনো প্রতি হিংসার রাজনীতি করে না।
এই সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা, লাকসাম উপজেলা ও পৌর, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
Leave a Reply