লাকসামে আশ্রয়ণ কেন্দ্রে অসুস্থ হয়ে মোসা. মাকসুদা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলার আউশপাড়া ফাজিল মাদ্রাসার আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান।
ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন। মৃত মাকসুদা বেগম কান্দিরপাড়া ইউনিয়নের কামড্যা গ্রামের বাসিন্দা ও আউশপাড়া এতিমখানা মাদ্রাসার বাবুর্চি মরুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে এতিমখানার বাবুর্চি মরুল হক তার স্ত্রীকে নিয়ে আউশপাড়া আশ্রয়কেন্দ্রে আসেন। রাতে বৃষ্টি ছিল। তিনি অ্যাজমা রোগী ছিলেন। এতে ঠান্ডাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোর রাতে তিনি মারা যান।
মাকসুদা বেগমের মামা পল্লী চিকিৎসক মোজ্জাকের হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িতে পানি। এজন্য তারা আশ্রয়কেন্দ্রে এসেছেন। ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণেই তিনি মারা গেছেন
Leave a Reply