পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবতরণ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার (৫ আগস্ট) দিল্লির সময় ৫টা ৩৬ মিনিটে তিনি অবতরণ করেন।
খবরে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানিয়েছেন।এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, শেখ হাসিনা ভারতে অবতরণ করলেও সেখানে অবস্থান করবেন না। দিল্লি থেকে তার লন্ডন যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। আমি দায়িত্ব নিচ্ছি। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।
Leave a Reply