সহিংসতায় আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে স্পিকার
- আপডেট সময় : ০৮:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ১৯০৩ বার পড়া হয়েছে

কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (১ আগস্ট) এ সব হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
শিরীন শারমিন চৌধুরী প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন। ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন কোটা আন্দোলনের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসারও খোঁজ নেন তিনি। এ সময় স্পিকার কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় ছিলেন– ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল এবং হুইপ সানজিদা খানম।














