মোঃ খান সোহেল
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলা ৪নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে চেয়ারম্যান হিসেবে ব্যাপক আলোচনা শীর্ষে রয়েছে বর্তমান নেত্রকোনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আরিফ খান।
জানা গেছে : শুধু ইউনিয়ন নয়, গোটা উপজেলাতেই আরিফকে নিয়ে চলছে আলোচনা,পর্যালোচনা।
আগামী ০৯ মার্চ ২০২৪ তারিখ নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে ভট গ্রহণ করা হবে ব্যালট পেপারের মাধ্যমে।
এই নির্বাচনে সিংহের বাংলা ইউনিয়নে জাঁকজম কভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে চেয়ারম্যান প্রার্থী আরিফ খান। এই প্রচারণায় পিছিয়ে নেই সাবেক চেয়ারম্যান সহ প্রায় আরো ৭-৮ জন্য চেয়ারম্যান প্রত্যাশী প্রার্থীরা।
এলাকার তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে: আরিফ খান একজন সহজ-সরল মানুষ এবং তার মন মানসিকতা খুব ভালো। এই মানুষটির কোনো অর্থনৈতিক লোভ-লালসা নেই। তাই আমরা সবাই আরিফকেই ভোট দিয়ে এলাকার চেয়ারম্যান নির্বাচিত করতে চাই।
সাধারণ ভোটাররা আরো বলেন : এই ইউনিয়নে এর আগে অনেকেই চেয়ারম্যান হয়েছে নানান প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের প্রতিশ্রুতি ভুলে যায়। এমনো চেয়ারম্যান ছিল আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে তাকে জয়ী হবার পরে কিন্তু সে আমাদের সাধারণ মানুষের সাথে কথা ভুলে যায় মানুষ সালাম দিলে সালামের সঠিক উত্তরটাও দিতেও ভুলে যান। এমন চেয়ারম্যান দিয়ে কি করবো আমরা। সাধারণ মানুষ প্রতিদিন পরিষদের যেয়ে বসে থাকি না চাল ডালের আশা করি না একটু ভালো ব্যবহার
তাই আমরা বিশ্বাস করি এই গুণটুকু আরিফ এর মধ্যে আছে।
আরিফ খান বলেন: সিংহের বাংলা ইউনিয়নের আমি
ইতিমধ্যে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের অধিকাংশ ভোটারের সঙ্গে দেখা করেছি। আমি নির্বাচিত হলে জনতার সেবায় রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে উৎসর্গ করবো।
Leave a Reply