জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার হাত বাড়ালেন রাণীশংকৈল থানা পুলিশ।
৪ঠা ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১টার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল , শাড়ি, লুঙ্গি, চাল,ডাল,চিরা,মুড়ি,তৈল,আলু ,পিয়াজ, সহায়তা প্রদান করেন। এসময় ,অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) রেজাউল হক , রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
জানা যায়,গত ৩রা ফেব্রুয়ারি (শনিবার) বিকালে উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামে দুইটি পরিবারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবার দুটি চরম ক্ষতিগ্রস্ত হয়। তাই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুলিশ সুপারের সহযোগিতায় সহায়তা প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) রেজাউল হক বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি কিংবা পরিবার যাতে আর্থিক সংকটে না ভোগে সে জন্য তাদের সকল প্রকার সহযোগিতা পুলিশ আগে থেকেই করে আসছে ভবিষ্যতেও পাশে থাকবে ।
Leave a Reply