কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালে নাপ্পাঞ্জা পারা মসজিদ ও বালিকা মাদ্রাসা মেইন রোড়ে যাত্রীবাহী পার্কিং এবং যাত্রী উঠানামা নিত্যনৈত্তিক দূর্ঘটনা কবলে মাদ্রাসার পড়ুয়া ছাত্রী ,পথচারী, মসজিদের মুসল্লীগন।
এক শ্রেণির অসাধু চাঁদাবাজ কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম রোড়ে যাত্রীবাহী গাড়ি গুলো নিয়ন্ত্রণ করে আসছে।
জনমনে নেতিবাচক প্রশ্ন : এ যাত্রীবাহী গাড়ি গুলো নিদিষ্ট টার্মিনালে যাত্রী উঠানামার স্থান রয়েছে তবুও মেইন রোড়ে কেন যাত্রী উঠানামা করবে?
কেন্দ্রীয় বাসটার্মিনালে আমজনতার দাবি অচিরেই মেইন রোড়ে যাত্রী উঠানামা বন্ধ করে মাদ্রাসার ছাত্রী, পথচারী, মসজিদের মুসল্লী নিরাপদে যাতায়াতের ব্যবস্হার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে।
Leave a Reply