শেখ ফরিদ, স্টাফ রিপোটার:
বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে চলন্ত ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির তিনজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এরআগে সোমবার দিবাগত রাতে উপজেলার কল্যাণনগর ও আমড়া গোহাইল এলাকায় পুলিশ পৃথক অভিযান চালায়।
গ্রেফতারকৃত বিএনপির সক্রিয় নেতাকর্মীরা হলেন- কল্যাণনগর উত্তরপাড়ার মৃত রহিম উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৫০), একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪৪) এবং আমড়া গোহাইল এলাকার মৃত কায়েম উদ্দিন কায়েসের ছেলে আব্দুল হান্নান (৪০)।
পুলিশ জানিয়েছে, থানার উপ-পরিদর্শক শাহ সুলতান হুমায়ুন, তারিকুল ইসলাম ও মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ওই তিনজনকে গ্রেফতার করে। তারা বিএনপি-জামায়াতের হরতালসহ বিভিন্ন কর্মসূচি চলাকালে নাশকতা, মশাল মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টায় জড়িত।
নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, গত ১৯ নভেম্বর উপজেলার ইউসুবপুর-তেঘরী এলাকায় মহাসড়কে চলন্ত ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার রয়েছে।
Leave a Reply