নুরুল ইসলাম সেলিম:
রামু নিবার্হী অফিসার( ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদার এর সভাপতিত্বে ২২ শে জানুয়ারী সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামু দক্ষিণ মিঠাছড়ির চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, চেয়ারম্যান রামু উপজেলা প্রকৌশলী মন্জুর হাসান ভূইয়া, যুব উন্নয়ন অফিসার নুরে আলম মজুমদার, কৃষি অফিসার তানজিলা রহমান, ভ্যাটেনারী সার্জন আব্দুল কাদের, ফায়ার সার্ভিস অফিসার সুমেন বড়ুয়া, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সুবীর বড়ুয়া ভুলু,জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের মেম্বার মিজানুল্লাহ সিকদার, ইফসার মোঃ রাশেদ সহ এনজিও ইফসার নেতৃবৃন্দ।
প্রধান অতিথি নিরুপম মজুমদার বলেন – দূর্যোগকালীন মানুষের সেবায় প্রত্যককে এগিয়ে আসতে হবে। রামুতে এনজিও ইফসার মাধ্যমে রেলওয়ের বর্তমান সমস্যা হল রেললাইনে পড়ে মানুষ হতাহত হচ্ছে। তাই দ্রুত এলাকার জনগন কে নিরাপদ থাকার জন্য জনপ্রতিনিধি সহ সকলকে নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করার উপর গুরুত্বারোপ করেন।তিনি যে কোন মুহূর্তে দূর্যোগকানীন এনজিও ইয়াসার কর্মীবাহীনি নিয়ে কাজ করার আহবান জানাচ্ছি।
Leave a Reply