শেখ ফরিদ স্টাফ রিপোটার
বগুড়ার নন্দীগ্রামে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম তানসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের শিমলা বৈশাখী বাজারে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় শিমলা বৈশাখী বাজারের সভাপতি এনামুল হক টগরের সভাপতিত্বে ও উপজেলা জাসদ ছাত্রলীগ নেতা এসএম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউল করিম তানসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ও নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন।
আরও বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম, উপজেলা জাসদের সভাপতি জিয়াউল হক শাহীন, সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান, ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, মাহফুজুর রহমান, শহিদ প্রামানিক, দুবাই এন্টারপ্রাইজের সত্বাধিকারী রেজাউল করিম, ব্যবসায়ী আসলাম হোসেন, জাসদ নেতা সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীন, দুলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব, উপজেলা জাসদ ছাত্রলীগ নেতা আজিজার রহমান, আবু রায়হান বাবু প্রমুখ। সংসদ সদস্যকে সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply