সর্দার মোরছালিম বাবলা,দিনাজপুর জেলা প্রতিনিধি
পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউপি’র দরগাপাড়া গ্রামের জিয়াউর রহমানের ৪টি গরু চুরি করলেও সর্বশেষে চোরের দল গরুগুলি পাচার করতে ব্যর্থ হয়।
সোমবার(১৫ জানুয়ারী) ভোরের দিকে সুন্দরীপাড়া রেল গেট এলাকায় গরু বোঝাই ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়লে চোরের দল ট্রাক ও গরু রেখে পালিয়ে যায়।
পুলিশ ট্রাক ও গরু আটক করে থানায় আনে এবং গরুগুলি মালিকের নিকট ফেরৎ দেয়।
এখন ট্রাক নম্বরের সুত্র ধরে সংঘবদ্ধ চোরের দলকে গ্রেফতার করতে পারলে পুলিশ সম্প্রতি পার্বতীপুরের বিভিন্ন ইউনিয়নে সংঘঠিত গরু চুরির হোতাদেরকেও সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হবে।
এজন্য দরকার আন্তরিকতা, মানষিক মনোবল ও আইনগত দায়বদ্ধতা।
Leave a Reply