December 6, 2024, 10:42 pm

বরিশালের আগৈলঝাড়ায় শীতার্তদের মাঝে সরকারের ২ হাজার ৬শ কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় কনকনে শীতের তীব্রতা থেকে রেহাই পেতে অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের দুই হাজার ছয়শ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত দুই হাজার ছয়শ কম্বল ১৩জানুয়ারি শনিবার সকালে উপজেলা পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে বিতরণের জন্য প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানগন ৪৫টি ওয়ার্ডের অসহায়, দুস্থদের মধ্যে ওই সকল কম্বল বিতরণ করবেন। রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার সাংবাদিক বি এম মনির হোসেনকে বলেন সরকারের বরাদ্দকৃত কম্বল পেয়ে তাৎক্ষনিকভাবে তারা ইউনিয়ন পরিষদে উপস্থিত দুস্থদের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে সংশ্লিষ্ঠ মেম্বরদের মাধ্যমে প্রতি ওয়ার্ডে বিতরণের জন্য কম্বলগুলো ওয়ার্ডে ওয়ার্ডে প্রেরণ করলে মেম্বরগন স্থানীয় অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছেন।চেয়ারম্যানদ্বয় আরো জানান- চাহিদার তুলনায় কম্বল অপ্রতুল হওয়ায় প্রাপ্যতার সকলকে কম্বল বিতরণ করা যায়নি; ভবিষ্যতে বরাদ্দো সাপেক্ষে বঞ্চিতদের কম্বল প্রদান করা হবে। রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে কম্বল বিতরেন সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান মৃধা, রাজিহার ইউপি সচিব গৌতম পাল, ইউপি সদস্য মোঃ হাবুল ঘরামী সহ অনেকে। গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদারের সভাপতিত্বে কম্বল বিতরেন সময়ে উপস্থিত ছিলেন গৈলা ইউপি সদস্য তরিকুল ইসলাম চান, মশিউর রহমান সরদার, সৌরভ মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category