নেত্রকোণায় যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব পালিত।

- আপডেট সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ১৮৮৩ বার পড়া হয়েছে

নেত্রকোণায় যথাযথ ভাবগাম্ভীর্যের ম দিয়ে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব পালিত।
মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণায় যথাযথ ভাবগাম্ভীর্যের মদ্ধদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১২ই জানুয়ারি ২০২৪) নেত্রকোণা সাতপাই চক্ষু হাসপাতাল রোড সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ভোরে বিনতি প্রার্থনা ও সদ্ গ্রন্থাদি পাঠের মদ্ধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মুহূর্ত ঘোষনা,ভোগরাগ নিবেদন করা হয়।
সকাল ১০টায় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের প্রতিকৃতি সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রার সাতপাই চক্ষু হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে মাতৃসম্মেলন ও প্রসাদ বিতরণ শেষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৎসঙ্গ বাংলাদেশ এর সম্পাদক ধৃতব্রত আদিত্য। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীযুষ কান্তি দাস (মানিক)- ডেপুটি রেজিস্ট্রার, সিএসই বিভাগ,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ ভট্টাচার্য, সুকুমার দাস রঞ্জন,অমলেন্দু দেব রায়,গোপীকারঞ্জন তাং,ডাঃ নারায়ন সরকার, ধীরাজ চন্দ্র শীল শর্মা,মতিন্দ্র চন্দ্র দাস,কামেন্দ্র চন্দ্র সরকার,অরবিন্দু চৌধুরী, দীপক ধর প্রমুখ। এসময় বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।