December 27, 2024, 12:39 am

পুলিশি হয়রানির শিকার হলে কি করবেন ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

???? পুলিশি হয়রানির শিকার হলে  কি করবেন ?

√ পুলিশের বিরুদ্ধে মাঝে মধ্যেই নানা হয়রানির অভিযোগ উঠে। তবে পুলিশ সদস্য কর্তৃক হয়রানির শিকার হলে তার প্রতিকারের ব্যবস্থা আছে; করা যায় অভিযোগ। সেই অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় পুলিশ সদস্যের বিরুদ্ধে।

???? কিন্তু অনেকেই জানেন না
       অভিযোগ কোথায় করতে হয় সেটা।

পুলিশ সদরদপ্তরে স্থাপিত ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ ২৪ ঘণ্টাই চালু থাকে। ২০১৭ সালের ১৩ নভেম্বর ‘আইজিপি কমপ্লেইন সেল’ চালু করা হয়। পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে এই সেলকে জানানো যায়। সরাসরি, কুরিয়ার সার্ভিস কিংবা ডাকযোগে তথ্য জানানো যায়। এছাড়া ০১৭৬৯-৬৯৩৫৩৫ ও ০১৭৬৯-৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd এই ই-মেইলেও অভিযোগ জানানো যায়।

???? এছাড়া হয়রানির শিকার যে কেউ
       ৯৯৯ নম্বরে অভিযোগ করতে পারেন।

পুলিশের যেকোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে সেটা সংশ্লিষ্ট ইউনিটে পাঠিয়ে দেয়া হয়। তারা বিষয়টি খতিয়ে দেখে শাস্তির সুপারিশ করে থাকেন।পরে পুলিশ সদর দফতর থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ছাড়াও ফৌজদারি মামলা করা হয়। অভিযোগ প্রমাণিত হলে পুলিশের সব পর্যায়ের সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category