December 26, 2024, 11:37 am

বগুড়া শিবগঞ্জে নতুন শিক্ষাকারিকুলাম প্রশিক্ষণ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে “নতুন শিক্ষা কারিকুলামের বিস্তরণ” বিষয় ভিত্তিক সাত দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে উপজেলা সদরের শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ চলাকালীন সময়ে ভেন্যু দুটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রাণী, কো-অর্ডিনেটর আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, সহকারী কো-অর্ডিনেটর আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক, প্রভাষক মইনুল ইসলাম সজল প্রমুখ। দুটি ভেন্যু দুটি ৫২ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ৪৪টি মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী প্রশিক্ষণে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category