মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
জেলা পুলিশ নেত্রকোণার আয়োজনে পুলিশ লাইন্স নেত্রকোণার মাঠে ‘পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ জানুয়ারি এ খেলা অনুষ্ঠিত হয়। ৪টি গ্রুপে পুলিশ সদস্যদের ১৬টি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উক্ত টুর্নামেন্ট।
খেলারত পুলিশ খেলোয়াড়গন
পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানিয়ে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান
করে বলেন, ‘খেলাধুলা ও শরীরচর্চার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা হলো শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতাকে সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা। সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করা। আর এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই লক্ষ্য অনেকাংশেই সফল হয়েছে।’
এসময় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)
মোঃসাহেব আলী পাঠান,), অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ লুৎফর রহমান সহ পুলিশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন
Leave a Reply