মো: আকাশ ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি,দু্র্গাপুর
রাজশাহী ৫- পুঠিয়া দুর্গাপুর আসনে চার হাজার আটশত ৭২ ভোট পাশ করেছেন আব্দুল ওয়াদুদ দারা।উন্নয়নের ধারা বয়ে আনতে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে এমপি হিসেবে জয়যুক্ত হলেন আব্দুল ওয়াদুদ দারা।
সারাদিন ব্যাপি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়েই শেষ হলো আজকের নির্বাচনী প্রচারনা ও চিন্হিত হলো এমপি।এর আগে দুইবার এমপি ছিলেন আব্দুল ওয়াদুদ দারা, এবার তৃতীয় বারের মতো এমপি হলেন।
উৎসব মুখর হয়ে উঠেছে নৌকার অফিস গুলোতে।বর্তমানে মিছিলের মাধ্যমে উৎসব পালন করছেন নৌকার মাঝিরা। নৌকার মাঝিদের মনে যেনো বসন্তের বাতাস লেগেছে।
তবে ঈগল পাখির সাথে অতিরিক্ত লড়াই করেই জিততে হয়েছে নৌকাকে।সব জায়গায় প্রায় দুজনের কাছাকাছি ভোট।ভাগ্যেক্রমে জিতে গেলো নৌকা।জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখোরিত হয়ে আছে দুর্গাপুর ও পুঠিয়ার এলাকাগুলো।
Leave a Reply