আমিনুল হক
সিংড়া প্রতিবেদক : নাটোরের সিংড়ায় ঝটিকা নামক চলন্ত বাস থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মোঃ খলিল নামের ঝটিকা বাসের এক হেলপার নিহত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নাটোর -বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জোলারবাতা হতে চৌগ্রাম বাজারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার মোঃ খলিল বগুড়ার আশোকোল গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে।
জানা যায়, বগুড়া হতে রাজশাহী চলাচলকারী ঝটিকা বাস গাড়ি (ঢাকা মেট্রো-ব-১১৪০০৬) সিংড়া হতে বগুড়ার দিকে যাওয়ার সময় ওই হেলপার চলন্তগাড়ি হতে ছিটকে পড়ে গিয়ে ওই গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত হেলপারের মৃতদেহ ও ঝটিকা গাড়িটি ঘটনাস্থলে আছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাটোর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)এ,এন,এম মাছুদ বলেন, গাড়ি ও নিহতের মৃতদেহটি আমাদের হেফাজতে আছে। ময়নাতদন্তের পরে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply