January 3, 2025, 4:56 am

নেত্রকোণা-৫ আসনের প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সোহেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩

মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণা-৫ আসনের প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সোহেল

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
উচ্চ আদালতে রিট করার মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসনের স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল।
১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।

গত ৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের সংখ্যায় গরমিল থাকায় রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ মনোনয়নপত্র বাতিল করেন। আপিল করার পর তা নামঞ্জুর করে নির্বাচন কমিশন। পরে তিনি উচ্চ আদালতের রিট করেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উচ্চ আদালতের নির্দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার বৈধতা পেয়েছেন।
সোহেল’র স্বতন্ত্র প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকায় তার সমর্থিত নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ আসনে নৌকা নিয়ে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. আনোয়ার হোসেন ও মাজহারুল ইসলাম সোহেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category