বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী শেষে জাতীয় পতাকা উত্তোলন,পরে উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অতিথীদের অভিবাদন গ্রহন, শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এদিকে ১৬ ডিসেম্বর শনিবার সকাল আটটায় আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত সভায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। পরে বিজয় শোভাযাত্রা আগৈলঝাড়া উপজেলা শহর ঘুরে প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রশাসন আয়োজিত সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার,আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুহাম্মদ জহিরুল ইসলাম, দৈনিক আজকের খবর পত্রিকার প্রকাশক সাংবাদিক বি এম মনির হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা সরদার, মোঃ ইলিয়াস তালুকদার, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,বিপুল দাস, মোঃ শফিকুল ইসলাম টিটু তালুকদারসহ প্রমুখ। অন্যদিকে সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাগন। শেষে বিজয় শোভাযাত্রা নিয়ে প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করেন বীর মুক্তিযোদ্ধাগন।বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply