January 19, 2025, 8:23 pm

রামু বিজিবি ৩০ ব্যাটালিয়ন এর শহর ক্যাম্প আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক ভাবে মহড়া জোরদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রামু বিজিবি ৩০ ব্যাটালিয়ন এর শহর ক্যাম্প আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক ভাবে মহড়া জোরদার করা হয়েছে।

নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:

রামু বিজিবি ৩০ ব্যাটালিয়ন ২রা জানুয়ারী সকাল ৯ ঘটিকার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। রামু চাকমারকুল, জোয়ারিয়ানালা, ফতেখাঁরকুল, রশিদ নগরের বিভিন্ন ভোট কেন্দ্র ও রামু সরকারী খিজারী আর্দশ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র গুলো পরিদর্শন করেন। রামু ৩০ ব্যাটালিয়ন এর রামু শহর ক্যাম্প প্রতিনিধি শামসুল আলম বলেন – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাব মুক্ত এবং নাশকতা কিংবা নির্বাচনের সময় কেহ অপ্রতিকর কোন রহম ঘটনা সৃষ্টি করতে না পারে সেই দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। এবং নিবার্চনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে বিজিবি কাজ করবেন। সেই জন্য রামু উপজেলা প্রত্যোক ইউনিয়নের বিজিবি নিয়োজিত থেকে জনগনের যানমালের নিরাপত্তা দিতে গ্রামে গন্জে রাত দিন কাজ করে যাচ্ছেন। সে জন্য বিশেষভাবে নজর রাখা হবে বলে জানান, রামু বিজেপি শহর ক্যাম্পের ৩০ বিজিবির প্রতিনিধি শামসুল আলম।
প্রেরক
নুরুল ইসলাম সেলিম
জেলা প্রতিনিধি কক্সবাজার০২/২//২৩ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category