ফুলবাড়ীতে পুলিশের ওপেন হাউজ ডে-অনুষ্ঠিত।

- আপডেট সময় : ১২:১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৮৬৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের আয়োজনে হাউজ ডে, অনুষ্ঠিত হয়েছে। গত (২২ ফেব্রুয়ারী) শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী চত্বরে থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন।
এসময় ফুলবাড়ী থানার তদন্ত ওসি আল মামুন,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাসহ অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক মানুষ, স্থানীয় বাসিন্দা, সুধী সমাজ, ও গ্রাম্য পুলিশসহ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনা এই পুলিশকে ব্যবহার করেছে, আর আমাদেরকে কেউ ব্যবহার করতে পারবে না।
মাদক, সন্ত্রাস, ভূমিদখল, বাল্যবিবাহ এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি সবাইকে এসব অপরাধ দমনে সহযোগিতার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন