আলটিমেটামের মুখে স্থগিত হলো মৌলভীবাজার বার নির্বাচন

- আপডেট সময় : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৮৮৩ বার পড়া হয়েছে

সভাপতি পদে আওয়ামী লীগ নেতা প্রার্থী হওয়ায় ছাত্র-জনতার আলটিমেটামের মুখে মৌলভীবাজার আইনজীবী সমিতির (বার) নির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার অ্যাড. মামুনুর রশীদ। এর আগে, বিকেলে জেলা বার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা।
এ সময় প্রার্থিতা থেকে আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানকে অপসারণের জন্য এক ঘণ্টার আলটিমেটাম দেন তারা। পরে জরুরি সভা ডেকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল।