ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইসরায়েল এখনও হামলা চালাচ্ছে ইরানে : আইডিএফ

আন্তর্জাতিক ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ১৯২৪ বার পড়া হয়েছে

ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা। ছবি: ক্ল্যাশ রিপোর্ট

ইরানে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী আক্রমণ পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। অভিযান এখনও কেবলমাত্র শুরু হয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানের লক্ষ্য অর্জনের পাশাপাশি আমরা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালীভাবে সক্রিয় রেখেছি।

তিনি আরও বলেন, ইরানের পাল্টা প্রতিক্রিয়া আসবে বলেই আমরা ধরে নিচ্ছি এবং সে অনুযায়ী প্রস্তুত রয়েছি।

নতুন এ হামলা শুরু হয় ইসরায়েলের হাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার কয়েক ঘণ্টা পর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র লাইভ ফিডে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে গত কয়েক ঘণ্টায় ইসরায়েল ইরানজুড়ে হামলা জোরদার করেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে একটি সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার খবর দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ একটি বার্তা সংস্থা। বিবিসির যাচাই করা একটি ভিডিওতে ঘাঁটির ওপর কালো ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা গেছে।

এর আগে ভোরে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জে একাধিক হামলা চালানো হয়। স্যাটেলাইট চিত্রে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির ইঙ্গিত মিলেছে।

নাতাঞ্জ কেন্দ্রে হাজার হাজার সেন্ট্রিফিউজ রয়েছে, যা ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের মূল উৎস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরায়েল এখনও হামলা চালাচ্ছে ইরানে : আইডিএফ

আপডেট সময় : ১২:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ইরানে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী আক্রমণ পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। অভিযান এখনও কেবলমাত্র শুরু হয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানের লক্ষ্য অর্জনের পাশাপাশি আমরা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালীভাবে সক্রিয় রেখেছি।

তিনি আরও বলেন, ইরানের পাল্টা প্রতিক্রিয়া আসবে বলেই আমরা ধরে নিচ্ছি এবং সে অনুযায়ী প্রস্তুত রয়েছি।

নতুন এ হামলা শুরু হয় ইসরায়েলের হাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার কয়েক ঘণ্টা পর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র লাইভ ফিডে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে গত কয়েক ঘণ্টায় ইসরায়েল ইরানজুড়ে হামলা জোরদার করেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে একটি সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার খবর দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ একটি বার্তা সংস্থা। বিবিসির যাচাই করা একটি ভিডিওতে ঘাঁটির ওপর কালো ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা গেছে।

এর আগে ভোরে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জে একাধিক হামলা চালানো হয়। স্যাটেলাইট চিত্রে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির ইঙ্গিত মিলেছে।

নাতাঞ্জ কেন্দ্রে হাজার হাজার সেন্ট্রিফিউজ রয়েছে, যা ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের মূল উৎস।