সংবাদ শিরোনাম :
ব্রেকিং ::
সাংবাদিক নুরুল ইসলামের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ১৯৪৪ বার পড়া হয়েছে

সিলেট প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক নুরুল ইসলামের মা ফুলবী বেগম (৬২) আর নেই। শুক্রবার (১৩ জুন) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা সাংবাদিক নুরুল ইসলাম ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমা ফুলবী বেগম দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। তিনি ছিলেন একজন সজ্জন, ধর্মপ্রাণ নারী। পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে তিনি ছিলেন পরম শ্রদ্ধেয় ও ভালোবাসার মানুষ।
মরহুমার জানাজা শনিবার সকাল ১১টায় সিলাম পঞ্চায়েতি গোরস্থানে অনুষ্ঠিত হবে।