January 23, 2025, 9:48 am

ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিল ১৪ শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়

পরীক্ষায় ফেল করে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে অপসরণ দাবি করেছেন রাজশাহী নার্সিং কলেজের ১৪ জন শিক্ষার্থী। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। রবিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নার্সিং কলেজে ফেল করা শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমে তালি ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়।

পরে স্থানীয় প্রশাসন ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

জানা গেছে, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত নার্সিং কলেজের তৃতীয় বর্ষের বিএসসি ইন নার্সিং চূড়ান্ত পরীক্ষা গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। গত ১৫ জানুয়ারি এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। কিন্তু এ পরীক্ষায় রাজশাহী নার্সিং কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী কমিউনিটি হেলথ বিষয়ে ফেল করেছে। ফেল করার বিষয়টি ওই ১৪ জন শিক্ষার্থী জানতে পেরে ১৬ জানুয়ারি কলেজের অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দেয়। একই সঙ্গে তারা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অপসারণ দাবি করে। যদিও সপক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেননি তারা।

এদিকে, ১৪ শিক্ষার্থীর অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করার প্রতিবাদে কলেজের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে ফেল করা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ক্লাস চালু রাখা ও অধ্যক্ষের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে ১৪ জন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এমনকি মারমুখী আচরণ করেন তারা। তারা পোস্ট বেসিক কোর্সের ক্লাসের সিনিয়র শিক্ষার্থীদের ওপরও চড়াও হন। এতে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ও রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ ফেল করা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও তাদের কথা শোনেন। তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে আশ্বাস দেন পরিচালক। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা নার্সিং কলেজ ত্যাগ করেন।

বিষয়টি নিয়ে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়েজুর রহমান বলেন, ‘১৪ জন শিক্ষার্থী যারা ফেল করার পরের দিনই আমার কক্ষে তালা দিয়েছে। আমি তাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। কিন্তু তারা আমার সঙ্গে বসেনি। এখানে বিক্ষোভ করার মতো কোনও কিছু নেই। আর তাদের পাস-ফেলের বিষয়ে আমাদের কোনও হস্তক্ষেপও থাকে না। তারা আগামী ৪০ দিনের মধ্যে ফেল করা বিষয়ে পরীক্ষাও দিতে পারবেন। কিন্তু যে ঘটনা ঘটালো এটা খুবই দুঃখজনক।’

জানা গেছে, রামেবির অধিভুক্ত নার্সিং কলেজের তৃতীয় বর্ষে বিএসসি ইন নার্সিং চূড়ান্ত পরীক্ষার ফলাফল গত ১৫ জানুয়ারি প্রকাশিত হয়। এতে ১২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯০৮ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২.৫৮ শতাংশ। এ পরীক্ষায় লালমনিরহাট সরকারি কলেজ থেকে ৭ জন, রংপুর কলেজের ৩, প্রাইম নার্সিং কলেজের ২৬, রংপুর কমিউনিটি নার্সিং কলেজের ১৭, আনোয়ারা নার্সিং কলেজের ২৮, এশিয়ান নার্সিং কলেজের ২২, হাসনাহেনা নার্সিং কলেজের ২১ জনসহ ৩৪৩ জন শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে রাজশাহী নার্সিং কলেজের ১৪ জন শিক্ষার্থী কমিউনিটি হেলথ বিষয়ে ফেল করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category