দলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, ঐক্য হয়ে কাজ করুন – তারেক রহমান

- আপডেট সময় : ১২:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯১৭ বার পড়া হয়েছে

সরকারে ভিতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের কথা বলছেন, ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে, দেশে গণতন্ত্রের চর্চাকে অব্যহত রাখলে বিএনপি সাংগঠনিক ভাবে শক্তিশালী হবে, কুমিল্লা মহানগর বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
মঙ্গলবার বিকাল ২ টায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির আয়োজিত দ্বী-বার্ষিক সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি আরো বলেন, সমগ্র বাংলাদেশের যে সকল জিয়ার সৈনিক রয়েছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, অন্তবর্তি সরকারের দায়িত্ব থাকা ব্যক্তিদের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে মানুষের আস্থা অর্জন করতে হবে।
দেশে বর্তমান অন্তবর্তি সরকারকে উদ্যেশ্য করে বলেন, আমরা চাই এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরী করে দিবেন, অন্তবতি সরকারের কাছে মানুষ সে প্রত্যাশা করে। সব দলের মত পার্থক্য থাকতে পারে, তবে দেশের কোন পরিবেশ ক্ষতিগ্রস্ত হোক এমন কোন কাজ আমরা করবো না।
দল ও নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন থেকে আমরা গণতন্ত্রের ঐক্যের যেন কোন পাটল না থাকে তা প্রত্যাশা করে তারেক রহমান বক্তব্য শেষ করেন।
উদ্বেধনী বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেনঃ নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ দেয়ার দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু । নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের উন্নত করা যায় না। অতিশীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, দলের প্রতি যার সহানুভূতি আছে তাকেই গ্রহণ করা হবে, কেউ যদি দলের নাম ভেঙে অনিয়ম করে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেনঃ কুমিল্লা মহানগর যেভাবে ২৭ টি ওয়ার্ডে প্রোগ্রাম করেছেন আমরা আগামী তিন মাসের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলার প্রত্যেকটা উপজেলায় প্রোগ্রাম বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করব।
মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় ও মহানগর বিএনপির আহবায়ক উদবাদুল বারী আবু এর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা
কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব নির্বাচিত ঘোষণা।