বগুড়া শিবগঞ্জ ৩দিন পর বস্তা বন্দি শিশুর লাশ মিললো চাচাতো ভাইয়ের বাড়িতে

- আপডেট সময় : ০৭:৩৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ১৮৫১ বার পড়া হয়েছে

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের লস্করপুর থেকে নিখোঁজের ৩দিন পর আপন চাচা আনিছার রহমানের বাড়ি থেকে ৭ বছরের শিশু হালিমার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার৷ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের চাচাতো ভাই ১৫ বছর বয়সী কিশোরকে আটক করেছে পুলিশ।
আলামত বিশ্লেষণ করে পুলিশ ধারণা করছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে শিশু হালিমাকে হত্যা করে বস্তায় লাশ বন্দী করে রাখা হয়েছে।
জানা গেছে, লস্করপুর মধ্যপাড়া গ্রামের মো. হাবলু মিয়ার মেয়ে মোছা. হালিমা (৭) শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। এরপর পাশের একটি পুকুরে ডুবুরি দল দিয়েও তল্লাশি চালিয়ে সন্ধান মেলেনি শিশুটির। ঘটনার ৩দিন পর সোমবার বিকাল ২টার দিকে শিশু হালিমার আপন চাচা আনিছারের ঘর থেকে গন্ধ ছড়ালে স্থানীয় প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন স্থানীয়রা পুলিশকে খবর দিলে বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, শিশু হালিমাকে হত্যার সাথে জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করা হয়েছে। সেই কিশোর নিহত শিশুটির আপন চাচাতো ভাই।