কেন এতো পার্থক্য
আবুল বাশার
সমাজে কেন এতো জাত
মানুষে মানুষে কেন এতো তফাৎ
গরিব-ধনীর বিভেদ
কেন সাদা-কালোর প্রভেদ।।
কেন ক্ষমতার কাছে থাকতে হয় নুয়ে
কেন হাত দিতে হয় প্রাপ্তির জন্য নেতাদের পায়ে।
কেন এতো অগ্নুৎপাত
আমরা কি ভুলে গিয়েছি আমরা বীরের জাত
মানুষের জীবন নষ্ট করতে নয়
পূর্ব পুরুষের শিক্ষা, মানুষের জীবন গড়তে হয়।
মানুষে মানুষে কেন এতো পার্থক্য
দেশ টা গড়তে চাই সকলের ঐক্য
মানুষ-মানুষে ক্ষমতার লড়াই
মৃত্যুর কাছে শেষ হয় এই বড়াই।
নিজের জীবন দিতে হচ্ছে বলি
রক্ষা করতে গিয়ে সন্তান -স্ত্রী।
দেশটারে গড়তে চাই এমনভাবে পৃথিবীর বুকে
মানব সন্তান যেন সকলেই থাকে সুখে।
ভুলে যাই সকলের জাত
এক হোক সকল মানবের হাত।
Leave a Reply