শীত কাল
শিশির ভেজা শীতের সকাল
অগ্রায়ন শেষ আসে শীতকাল
চারিদিকে কুয়াশার চাদরে আছন্ন
সূর্যালোক থেকে পৃথিবী যেন বিচ্ছিন্ন।।
গ্রামের ঘরে ঘরে শীতের সকালে খেজুর রস-মুড়ি
শীতশেষে ফুলগাছে দেখা দেয় মুকুল-কুড়ি।
শীতে চারিদিকে পিঠা-পুলির উৎসব
আসে আত্মীয়-স্বজন,আনন্দে নানা -নাতীর কলরব।
শীতে খেতে মজা খেজুরের গুড়-মুড়ি
শিশিরে ভেজা ঘাস পরিনত হয় হিরক খন্ডে ভরি ভরি
কুয়াশার ভীড় ঠেলে সূর্য যদি উঠে।
দেহের চামড়া তখনই একটু বেঁচে উঠে।
ইচ্ছে জাগে সূর্যের আলো ধরে রাখি মুঠে-মুঠে
খেজুর রসের স্বাদ স্পর্শ করুক একটিবার তোমার ঠোঁটে।
শীত জানান দেয় নতুন প্রকৃতি
শীতে বস্ত্রহীনদের জন্য আমার করুন অনুভূতি
বস্ত্রহীনদের করি দান, হোক মোদের নীতি
মানবতার সেবা পূর্ব পুরুষের প্রতিশ্রুতি।
Leave a Reply