মহসিন মুন্সী, ব্যুরো চীফ, ফরিদপুর।
বাংলাদেশ সাংবাদিক জোট এর ফরিদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় একটি চাইনিজ হোটেলে। আজ শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪, ফরিদপুরের একটি জনপ্রিয় চাইনিজ রেস্টুরেন্ট এ্যাবলুম এ ‘বাংলাদেশ সাংবাদিক জোট’ ফরিদপুর জেলা শাখার ২০২৪-২০২৫ সালের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়ে গেল। স্থানীয় শতাধিক সাংবাদিকের সমন্বয়ে সংগঠিত বাংলাদেশ সাংবাদিক জোট এর নব নির্বাচিত কমিটি আগামী দুই বছরের (২৪-২৪) দায়িত্ব গ্রহণ করেন। উক্ত কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সাংবাদিক হায়দার খান, নির্বাহী সম্পাদক ‘দৈনিক নাগরিক দাবি’ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক নূরুল হাবিব ।
উক্ত পরিচিতি সভায় আলাপচারিতায় সকলেই তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন। সেখানে মূলতঃ যে বিষয়টি উঠে আসে তা হলো, সাংবাদিকদের (কিছু সংখ্যক অসাধু) কারনেই সাংবাদিকদের দূর্নাম হচ্ছে। এই সংগঠনের কোনো সদস্যের মাধ্যমে যেন কোনো ধরনের দুর্নামের ঘটনা না ঘটে সেদিকে যেন সবাই সচেতন থাকি। এছাড়া প্রেসক্লাবের বাইরেও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যেন গঠন করা সম্ভব হয় সেদিকে ও খেয়াল রাখা জরুরী।
এ বিষয়গুলো মাথায় রেখে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার দিকে নজর দেয়ার জোর দাবি জানানো হয়।
Leave a Reply