December 27, 2024, 11:36 am

সাবেক উপমন্ত্রী জয়’র নির্বাচনী কার্যালয় ভাঙচুরডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩

মোঃ খান সোহেল,নেত্রকোনা প্রতিনিধি:

সাবেক উপমন্ত্রী জয়’র নির্বাচনী কার্যালয় ভাঙচুর
নেত্রকোনা : জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান’র বিপরীতে নির্বাচনে অংশ নেয়া ঈগল প্রতীকের প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়’র নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার সদর উপজেলার লহ্মীগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়টি ভাঙচুর করা হয়।

সরেজমিনে পরিদর্শন করে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে জানতে চাইলে তার নামপরিচয় প্রকাশ করেননি নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক। এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম)।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঈগল প্রতীকের প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এসময় সাবেক এই উপমন্ত্রী জয় এনএনবি বাংলাকে জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এ ধরণের ঘটনা নিন্দনীয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ১/২ জনকে না-কি হেফাজতে নিয়েছে তবে তাদের নামপরিচয় তিনি (জয়) নিজেও জানতে পারেননি।

উল্লেখ্য, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনটিতে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category