January 15, 2025, 9:23 am

প্রাণ-আরএফএলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে, সব পুড়ে ছাই

কুমিল্লা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪
ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রচেষ্টায় শুক্রবার বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

কুমিল্লায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি ডিপোতে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া ওই ডিপোর আগুন ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রচেষ্টায় শুক্রবার বিকাল ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুনে ডিপোর মালামাল পুড়ে গেলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দুপুরে আকস্মিক দাউ দাউ করে জ্বলে ওঠে ডিপোটি। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন ডিপোর লোকজন ও স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে কল দেন স্থানীয় জনতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে এখন পর্যন্ত কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

কুমিল্লায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি ডিপোতে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া ওই ডিপোর আগুন ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রচেষ্টায় শুক্রবার বিকাল ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুনে ডিপোর মালামাল পুড়ে গেলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দুপুরে আকস্মিক দাউ দাউ করে জ্বলে ওঠে ডিপোটি। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন ডিপোর লোকজন ও স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে কল দেন স্থানীয় জনতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে এখন পর্যন্ত কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। ডিপোর ইনচার্জ মোহাম্মদ ফোরকান বলেন, ‘সবাই কাজ করছিলেন। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে যায়। কোথা থেকে আগুন লাগে তা আমরা নিশ্চিত নই। এরপর কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে কাজ না হলে ফায়ার সার্ভিসকে খবর দিই। প্রথমে তাদের একটা ইউনিট কাজ শুরু করে। এরপর আরও তিন ইউনিট যোগ দেয়।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কীভাবে থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখনও ধোঁয়া বের হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category