ধর্ষকের বিচার দাবিতে ঢাবির সাদা দলের শিক্ষকদের মানববন্ধন।

- আপডেট সময় : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ১৮৮১ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষকদের বিচারের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন বিএনপিপন্থি সাদা দলের শিক্ষকরা।
আইইবি’র প্রফেসর মহিউদ্দিনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এতে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। আরও বক্তব্য রাখেন ঢাবির সাদা দলের সাবেক আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের ডিন অধ্যাপক লুৎফুর রহমান, সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম, শামসুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সমাজকল্যাণ ইনস্টিটিউটের পরিচালক মাহবুবা নাসরিন, অধ্যাপক তাহমিনা খানম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান প্রমুখ।
বক্তারা বলেন— সংকটকালীন সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ থাকে। কিন্তু সময় অনেক গড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দিনদিন ফুটে উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ হচ্ছে। ধর্ষণ বাড়ছে। তারা বলেন- যারা নারীদের পোশাক নিয়ে কটাক্ষ করছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রকে বলতে চাই— এ সরকার আমাদের আবেগের সরকার। এই সরকার কোনও কারণে ক্ষতিগ্রস্ত হবে সেটাও আমরা চাই না। নারীরা দুইভাবে হেনস্তার শিকার হচ্ছেন। হিজাব পড়লে এক ধরনের মানুষ নারীদেরকে তিরস্কার করছে। আবার কেউ ইচ্ছে মতো পোশাক পরলেও বিভিন্ন নেতিবাচক মন্তব্য শুনতে হয়। তারা এসব আচরণের নিন্দা জানান। জনসমক্ষে দ্রুত ধর্ষকদের বিচার না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাদা দলের শিক্ষকরা।