February 16, 2025, 10:09 pm

ASAPF রংপুর বিভাগে সাংগঠনিক সফর ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্টিত।

শিল্পী আক্তার,রংপুর ব্যুরোঃ
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের রংপুর বিভাগে সাংগঠনিক আলোচনা ও পরিচিত সফরে উপস্থিত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. লাভলু মিয়া, মহাসচিব শাহ মাছুম ফারুকী এবং সহ-সভাপতি কাজল,মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা কনক।

রংপুর বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল রংপুর বিভাগের সাংবাদিকদের সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে পরিচিত করা।

সভায় রংপুর বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সভাপতির বক্তব্যে মো. লাভলু মিয়া বলেন, “সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সাংবাদিকদের আইনি প্রতিকার নিশ্চিত করা এবং সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করা। আমরা সবাই একসঙ্গে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব।”

মহাসচিব শাহ মাছুম ফারুকী তার বক্তব্যে বলেন, “এই সংগঠন সাংবাদিকদের জন্য একটি ন্যায়ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মিলে কাজ করলে আমরা সাংবাদিকদের পেশাগত ও আইনি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হব।”

এই সফর রংপুর বিভাগের সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সবাই একযোগে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category