October 8, 2024, 5:17 am

গাজীপুরে ১২ দফা দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জেড নিউজ ডেক্স:
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

গাজীপুরের ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি বিডি গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধি, প্রশাসন বিভাগের ব্যবস্থাপকের অপসারণসহ ১২ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত তিন ঘণ্টা শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরে প্রশাসন ব্যবস্থাপক হাসান স্বেচ্ছায় পদত্যাগ করলে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে বিকাল ৫টায় যান চলাচল শুরু হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান বিভিন্ন বিষয়ে শ্রমিকদের প্রশাসন বিভাগে ডেকে এনে ছোটখাটো বিষয় নিয়ে গালিগালাজ, গায়ে হাত তোলাসহ চাকুরিচ্যুত করে। তাদের বর্তমান হাজিরা বোনাস ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা, রাত ৮টা পর্যন্ত কাজ করলে টিফিন বিল ২০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০ টাকা, ছুটি কাটালে হাজিরা বোনাস কাটা যাবে না, অর্জিত ছুটির টাকা প্রতিবছরের জানুয়ারি মাসে পরিশোধ করতে হবে, ভেতরে ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে, শ্রমিকের প্রয়োজন অনুযায়ী সকল ধরনের প্রাপ্য ছুটি প্রদান করতে হবে, প্রশাসন ম্যানেজার অযথা কোনও শ্রমিককে সেকশনে ডেকে এনে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, সপ্তম তলার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) হাসান, আইই সেকশনের আশরাফুল ইসলাম ও নছিমা আক্তার এবং কারখানার মেডিক্যাল সেকশনের চিকিৎসক নুসরাত শারমীন আসমার অপসারণ দাবি করে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, যেসব কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে, তারা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে শ্রমিকদের গায়ে হাত তোলাসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাদের এসব আচরণের বিষয়ে একাধিকবার প্রশাসন বিভাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা কোনও ব্যবস্থা নেয়নি। যে শ্রমিক অভিযোগ করে উল্টো তাকে প্রশাসন বিভাগে ডেকে নিয়ে লাঞ্ছিতসহ চাকুরিচ্যুত করে।

তারা বলেন, ‘আমাদের হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিল নিয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করলেও তারা আমাদের এসব আবেদনের কোনও গুরুত্ব দেয় না। যেসব শ্রমিক এসব দাবির সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিনা কারণে বরখাস্ত করে। পরে একসময় তাদের চাকুরিচ্যুত করে।’

এসব বিষয়ে ওই কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা অযৌক্তিক, মিথ্যা এবং বানোয়াট। বর্তমান পরিস্থিতিতে কি কোনও শ্রমিকের গায়ে হাত তোলা যায়?’ উল্টো তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আর অ্যান্ড জি বিডি গার্মেন্টস লিমিটেড কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান স্বেচ্ছায় পদত্যাগ করলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে বিকাল ৫টায় যান চলাচল শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category