September 20, 2024, 10:40 pm

ছোট মনির এমপির বাসায় ও তেল পাম্পে আগুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, আগস্ট ৪, ২০২৪
টাঙ্গাইলে এমপির বাসায় ও তেল পাম্পে আগুন

টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনিরের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এ সময় ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। রবিবার (৪ আগস্ট) দুপুরে শহরের আদালতপাড়া এলাকায় তার বাসভবনে এ ঘটনা ঘটে। এ সময় সাতটি মোট সাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

দুপুর দেড়টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ এলাকায় এমপি ছোট ম‌নি‌রের মালিকানাধীন দি টাঙ্গাইল ম‌ডেল ফি‌লিং স্টেশ‌নে অগ্নিসংযোগ করা হয়।

এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে বটতলা ও সাবালিয়া এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে আন্দোলনকারীদের তোপের মুখে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হয়। সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

কালিহাতীতে উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়েছে। এ ছাড়াও ঘাটাইলে পুলিশ বক্স ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপজেলা পরিষদ এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।

তবে শনিবার রাতে আওয়ামী লীগ বর্ধিত সভা করে মাঠে থাকার ঘোষণা দিলেও তাদের কাউকে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category